নিশুতি রাতের নিশি ফোটা ফুল
ঘুমহীন আমায় করেছে আকুল,
বিপন্ন শেয়ালের আর্ত চিৎকারে
ভয়ানক কম্পন হয় হৃদয় তারে,
নিশাচর পাখি, বাদুড়ের ওড়াউড়ি
গহন অরণ্যে বাজে হাতের তুড়ি-
আমার ভেতর শংকা তোলা ডংকা বাজে
রাতগুলো মুখোশ ফেলে ভয়ানক সাজে।
প্রতিটি রাতই আমায় ভয় দেখায়
লোমশ হাতের তালুতে নখর গজায়,
ধেয়ে আসে চেপে ধরবে বলে গলা
আতংক আর ভয়ে কেটে যায় রাত্রিবেলা।