কেবলি দুরন্ত ভাবনা ভাবায়
আমার মগজ ঝেঁকে
প্রশ্নের স্তুপ আর পিতার প্রত্যাশা
আমাকে জাগিয়ে রেখে
চেনায়- আমি অন্য আরেক।
জীবনের পুরোটা না হয় হলো
বুঝে গেছি তার বিগত আধেক।
শীর্ণ শরীরে কর্মের ভার
এখনও বয়ে চলেন যিনি
তার কাছেই অপরাধী আমি
তার কাছেই হই ঋণী।
বছরের পর বছর কেবল
বেড়েই উঠছি আমি
দায়ের বোঝা নিয়ে
কীভাবে তাঁর দেনা শোধ করি
সেশনজট এড়িয়ে!