নদীর ঘোলা জল, জলছবি শহরের
জোনাকির সাজুগুজু, অপেক্ষা প্রহরের
এই খানে ছবি আঁকে মহাকাল বাতাসে
বুকের দহন ঘটে না পাওয়ার হুতাশে
কোন সে আশায় তবু চেয়ে থাকি সমুখে
ঢেউ ওঠে নদীতে, দোল খায় ও বুকে
চাতকের মত আমি সুখের সে আশাতে
ওড়ে মেঘ, যায় দূরে বার্তা সে পাঠাতে।
উড়ো মেঘ, গাঙচিল ক্লান্ত এখন
সুখের ঠিকানা থাকে সুদূরে যখন
মেঘ এসে ফিরে যায়, গাঙচিল তড়পায়
শুন্যতা রয়ে যায়, চিঠি সব থেকে যায়।
২৭/০৮/২০১৪