ব্যাথা ভরা সমুদ্রে করেছি অবগাহন
প্রতিটি লোমকূপে ছড়িয়ে আছে বিষ
তরুণাস্থি ছাড়িয়ে পৌছে গেছে মজ্জায়
ক্ষয়ে ক্ষয়ে ভেঙে গেছে সমস্ত হাড়।
কোন সে দখিন হাওয়া বিষ মেখে কখন
ছুঁয়ে গিয়েছিল! আজ তা আর মনে নেই।
নি:শ্বাস নিতে গেলেই থেমে যায় ফুসফুস
আটকে যায় দম। ভারী বুকের আর্তনাদ
আজ আর কেউ শোনে না।
উড়ে যাওয়া দানবীয় বিমানের আওয়াজ
আড়াল করে দেয় পাঁজর ভাঙার শব্দ।