বৃষ্টি নামে পাহাড়চূড়ায়, বৃক্ষ ভেজায় বনের
বৃষ্টিফোঁটায় পাথর ভাঙে, আগল খোলে মনের।
বন্ধ মনে অন্ধ চোখে বৃষ্টি মাখে আলো
বৃষ্টিটাকে ডেকে বলি, ও মেয়ে তুই ভালো।
বৃষ্টি নামুক তার ও পাড়ায়, নামুক তার ওই ছাদে
বৃষ্টি তাকে আপন করুক, রাখুক দুহাত কাঁধে
বৃষ্টি সলাজ বুক-সায়রে আনুক ডেকে বান
বৃষ্টি তার ওই হৃদয় জুড়ে তুলুক সুখের তান।
এমন দিনে নাইবা হলো আমার সুখের সাজ
আমার জন্য বৃষ্টি সে নয়, থাকুক মেঘের বাজ।