সালাম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন, কেমন ছিলেন এত দিন?? প্রায় দীর্ঘ ২ মাস পর আসরে ফিরলাম ! আপনাদের সবাইকে, কবিতার আসরকে অনেক অনেক মিস করেছি। বিশেষ করে কবীর ভাই, আরিফ ভাই ( ডিজিটাল কবি) ও এ,বি,এম সাব্বির ভাইকে অনেক মিস করেছি। কিন্তু কিছু করার নেই প্রবাসী জীবন অনেক কঠিন, অনেক ব্যস্ত জীবন। সবই সময়ের ফাঁকে ফাঁকে করতে হয়। সারাক্ষণ সবাই ব্যস্ত নিজেকে নিয়ে। কেউ কারো দিকে তাকাচ্ছে না সবাই যার যার মত করে চলছে, যার যার কথা ভাবছে!!! তাঁদের সাথে তাল মিলিয়ে না চললে অনেক পিছনে পড়তে হয়, জীবন চালিয়ে যাওয়াটা আরও বেশি কঠিন হয়ে পরে। তাই মন না চাইলেও অনেক কিছু তাঁদের মত করে করতে হয়, চলতে হয়। যাই হোক এখন থেকে চেষ্টা করবো নিয়মিত আসরে আসতে। আশা করি আজকের কবিতা সবার ভালো লাগবে। দোয়া করবেন আমার জন্য। সবাই সব সময় অনেক অনেক ভালো থাকুন।
মানুষ মানুষ কত মানুষ
সারা পৃথিবী জুড়ে,
মানুষ খুঁজি মানুষ খুঁজি তবুও
এত মানুষের ভিড়ে।
জন্ম হলেই মানব ঘরে
মানুষ কী বলা যায় তারে?
ক’জন মানুষই বল পারে
মানুষের মন নিতে কেড়ে?
মানুষ মানুষ মানুষ খুঁজি, তাই
এত মানুষের ভিড়ে।
মানুষ হয়েও হলাম না মানুষ
মুখে যেন রঙিন মুখোশ!
মানুষকে হত্যা করছে মানুষ
মানুষ হয়েছে আজ বেহুঁশ!
ঘরে ফির ঘরে ফির আজ
মানুষ নামের যত অমানুষ।
মানুষ মানুষ মানুষ খুঁজচ্ছি
খুঁজচ্ছি আমি আজও মানুষ।
প্রভু, প্রভু, প্রভু আমার
তোমার কাছে প্রার্থনা করি,
হিংসা-বিবাদ লোভ-লালসা
হানাহানি মারামারি,
আপন অহং আপন ভাবনা
যত আছে সব ছাড়ি,
মানুষের মত মানুষ যেন
আমরা সবাই হতে পারি।
____ কবিতা/৯৪ (বৃহস্পতিবার,০৪।০৭।২০১৩)