যে নাক দিয়ে শ্বাস নিয়েছি ৩১০ টি দিন
              কেমন করে শোধ করিবো মহৎ সে দাতার ঋণ ।

      যে চোখ দিয়ে দর্শনিলাম এইনা ভবের রূপ
                      কেমন করে দেবনা ভাই তার কথাতে ডুব ।

      যে কান মোরে শুনাইলােরে সহস্র কোলাহল
               কেমন করে শুধবো তারে আছে কি ? ভাষা বল ।

     যে মুখ দিয়ে ভক্ষণিলাম মোর যা খাবার স্বাদ
                    কেমন করে দিবো তারে জীবন থেকে বাদ ।

      শ্রোষ্ঠা যিনি বলেন তিনি পবিত্র কুরআনে
                          সহ্য করিনারে বান্দা মায়ের অপমানে ।

      বলতাম যদি আমার পরে সেজদা কারো কর
                   মা-বাব ছাড়া এ জগতে আর কারো না ডর ।

     বলেন নবী বান্দা সকল ভেস্তে যদি যাবি
              তোমার মায়ের পায়ের নিচে দরজা খানার চাবি ।

     জনৈক কেউ বল্লে তারে হকটা বেশি কার
                  বল্লেন তোমার-মা.মা..মা... তারপর বাবার ।