নামাজ কায়েম করো
                তুমি  নামাজ কায়েম করো
সময় হলে সকল রকম
                 কাজ থেকে ভাই সরো

আল্লাহ বলেন বান্দা সকল
                     বেহেশতে যদি যাবি
বেহেশত খানায় নামাজ হবে
                      দরজা খোলার চাবি
কবর মাঝের ছোয়াল কালে
                       দেখাবে যেদিন ছবি
নামাজ তোমায় সঙ্গ দেবে
                          তুমিই হবে কবি।

নামাজ কায়েম করো
                তুমি  নামাজ কায়েম করো
সময় হলে সকল রকম
                 কাজ থেকে ভাই সরো

দুনিয়ায় যত রকম
                       কাজ কর ভাই ভেবে
সকল কাজের আগেভাগে
                        নামাজ সেরে নেবে।
সমাজ তোমায় সম্মানোনায়
                             স্বর্গ করে দেবে।

নামাজ কায়েম করো
                তুমি  নামাজ কায়েম করো
সময় হলে সকল রকম
                 কাজ থেকে ভাই সরো

করলে নামাজ কায়েম...
                       হবে সমাজ রড় সায়েম....