দখলে এলো ভূমি, ঠিক সন্ধ্যায়
নিশান পুঁতে জানিয়ে এলাম
এ মাঠ আমার
পাঁচিলের গায়ে সেঁটে দেয়া এপিটাফ
চিন্হিত চৌকিদার
পাহারায় রাখবে বিছুটি, রক্তজবা
আর দোচালা
একটি সবে ফুঁ, নিভিয়ে দিলো
সতেরো বসন্তের চকচকে বিলাপ
সুখ, সুখী হোক আমরণ, এইখানে
প্রণয়ের এই ঘরে।
(১৬.০৬.১৪, ভীষণ এক যোগ নিয়ে লেখা)