আমি হাঁটি, পায়ের শব্দ রেখে আসি
শোবার খাঁচায়
খুব আঠালো না হলে পরে, ফিরিয়ে দিই
লেগে যাবার ডর
যেখানে কাক নামে, সচরাচর এঁটো করি না
শেষ রাতের কুটুম্বিতা ঐ মাঠে
নিতান্ত শীত উজ্জাপনে
জঙ্গল বরাবরই খুব আপন
আপন, বাসি হয়ে যাওয়া সুগন্ধি
আমি এমনই, শুধুই উল্টো বগির সত্তয়ারি।
৩১.০৫.১৪