স্রাব ও শ্রাবণ
আমার জন্যে, দুটোই ধারার জল
রঙ ছাড়া, সাদাকালো মানবীর মুখ, সুখ, মাখনের কোমলতায়
ধুয়ে দেখেছি তালুতে
যায়নি নিষিদ্ধ মানচিত্রের ভুল
কুকুরের মায়া চোখ
চতুর হরিণীর ফাঁদে, ভুলে যায়
কৌশলে কামড়ে নেবার কুশল
পর্যাপ্ত চিৎকারে, ঘেমে গেছে সেই উপভোগ আমার
সেদ্ধ বিষাদের যৌনতায়
স্রাব ও শ্রাবণের জল
একই ঢঙে ঢেও ভাঙ্গে বার বার, এই ছেঁড়া সময়ে তাই।