সাপুড়ে, বাজাও বীণ
নড়ছে মরা দড়ি
ঝাঁপি খোল, ফুঁ দিয়ে ভেঙে ফেলো বাতাসের গা
আহা ! আহা ! রেখেছো কেউটের বিষ কৌটোয়
নাগিনীর ফণা চেনে নাগেরা
রিনিঝিনি নাশের নূপুরে
কেটে ফেলে ধ্বংসের দংশন
তোমার নাগরিক নোংরামিও
সাপুড়ে, বাজাও বাঁশি এবার
এসেছে পুণ্যের পাপ সর্পিল সুখে
আমার বুক ও মুখ জুড়ে
লকলকে ভয় গেছে শুকিয়ে
সাপুড়ে আর আমি, নামি আর থামি
নির্জলা মানবিক কামড়ের আদরে।