একটি প্রাচীন রঙ
খেয়ে গেছে ঘুণপোকায়
যেখানে বর্ণহীন আমার সাদাকালো দেহ
অজানায় ডুব দিয়ে সুখী হয়
যেভাবে তুলি ভুলে যায় চেনা আঁচড়ের ঘর
যেভাবে তুমি অবুঝ থাকো সূর্যাস্তের অন্ত আভায়
যেভাবে নাচিয়ে ফড়িঙেরা বিশ্রামে নামে
তরুণ দূর্বার মাঠে
সেভাবেই ঘনিষ্ঠ হয় একটি নিঃস্ব কাক ও কাঁটাতার
নির্বোধ সন্ধ্যার শুরুতেই
এখানেও ক্লান্ত হয় রঙ, শুতে যায়
নির্বিরোধী তক্তপোষে, একলা।