একটি ঝড়ের তাড়না বোধ করছি
কেননা, দিনে দিনে সাদা হচ্ছে মগজ
দিব্বি উঠছে বসছে ধুলোরা
ভুল বকছে মুখের কপাট
কথার কালো কাগজ কেটে নিচ্ছে জিব
চলছে অনীতির লাথি খেলা
প্রিয় জীব হচ্ছে আহত
কষ্টকে ঝোপ বলে কেটে ফেলছে চতুর দা
বড্ড ঝড় দরকার একটা
সহায় ছাড়া নির্বোধ মাথারা
নির্লজ্জ চৈতালিতে শুকিয়ে উঠছে বারবার
তাড়িত হবার সুখ আর অপেক্ষার তাড়াহুড়োয়
সম্মিলিত পাপ উড়িয়ে নেবার
সাহস দেখিয়ে আসুক একটি ঝড়।