(বাংলা ভাষান্তরে মো. আব্দুস সামাদ)
সুরা ফাতিহা-কিতাবুল্লাহ
(বাংলা ভাষান্তর)
আল্লাহর নামে শুরু করছি, পরম করুনাময় যিনি, দয়াল অতি।
প্রসংসা যত, তাতো সবই আল্লাহরই জন্য,
যিনি সৃষ্টি জগতের পালনকর্তা।
নিতান্ত মেহেরবান যিনি, দয়াল অতি। বিচার দিনের মালিক।
আমরা ইবাদত করি আর সাহায্য প্রার্থনা করি শুধু তোমারই।
(ওহে দয়াময়) সোজা, সরল পথ দেখাও মোদের।
যে পথে গিয়েছে প্রিয়জন তোমার মতি।
সে পথে নয়, যে পথে গিয়েছে
অভিশপ্ত তোমার, পথভ্রষ্ট, অবাধ্য অতি।