বসন্ত মানেই ফুলেল গন্ধ,
মধুময় দিন রাত।
বসন্ত মানেই আনন্দ উচ্ছাস,
উদ্দ্বেলতায় ভরপুর।
বসন্ত মানেই চারিদিকে আগুন,
কৃষ্ণচুড়ায় রাঙাফুল।
বসন্ত এলেই গাছে গাছে রঙ বদলাই,
ফুল ফুটে শিমুল, পলাশ।
বসন্ত নিয়ে আসে মৃদু মৃদু বাতাস,
কেটে যায় শীতের রুক্ষতা।
উর্বশী রমনীর পড়নে থাকে হলুদ শাড়ি,
দেহ মনে থাকেনা উচাতন।
বসন্তের আগমনে প্রকৃতির রূপ হয় নবরূপ,
নবপল্লবে সজ্জিত বন বাদার।
কুঞ্জবনে বারে বারে কুকিলের কুহ তান,
গায়কের কন্ঠে শুরেরো মূর্ছনা।
তাই বলি বসন্ত তুমি এস বারে বার,
মানুষের মন প্রাণ জেগে উঠুক,
অন্তত বছরে একবার।।