প্রতিদিন ঘুম থেকে উঠে
শৌচ আর ওজু সেরে
নামাজ পড়ি মন দিয়ে।
তসবিহ তাহলিল, তেলাওয়াত সেরে,
চায়ের কাপে ঠোঁট ভিজিয়ে
হাজির হয় বাগবাগিচায়।
তরু, লতা, গাছ গাছালি,
পাতি লেবু, চাইনা লেবু,
কাগজিলেবু, বাতাবিলেবু,
আমের বন, লিচুর শাখা,
থাই পেয়ারা, সিলোটি কমলা,
লাল টুকটুকে কাশ্মীরি কুল,
বারি-১ মাল্টা, বরিশালি আমড়া,
রেডলেডি পেপে, চম্পা কলা,
দেশি সফেদা, বিদেশি আনার
দেখতে দেখতে মুগ্ধ হয়ে
তেজ পাতা আর দারুচিনির
মাতাল করা গন্ধ শুকে
আত্মহারা চিত্ত নিয়ে
বের হয় বাগান থেকে।
ঘরে ফিরে বইয়ের তাকে
মনের মত বইটি আমার
হাত ঢুকিয়ে খুজে নিয়ে
সুফায় বসে চশমা দিয়ে
চোখের জ্যোতি বাড়িয়ে নিয়ে
দৃষ্টি  দিতাম বইয়ের পাতায়।
এ যে আমার নিত্য দিনের
রুটিন করা,  ছকে আঁকা
প্রাতঃকালীন নিত্য কর্ম।