উন্নত বিশ্ব নামে পরিচিত এই সর্বলোকে,
রোহিঙ্গা এক মজলুম জাতি সর্বভূতে।
বাস্তুভিটা, স্বদেশ, মান সম্ভ্রম সব হারিয়ে
ভাসমান উদ্ভিদ যেন এই পৃথ্বী সাগরে।
হায়েনার হাতে স্ব জনকে মরতে দেখে,
বিচলিত আজ পুরো রোহিঙ্গা জাতে।
মা বোনের ইজ্জত আভ্রু সব বিসর্জন দিয়ে,
পা বাড়ালো ঠিকানাবিহীন অজানার পথে।
পিতা, মাতা, স্বামী, সন্তানকে বন্দী রেখে,
নিজেকে ভাসিয়ে দিল নীল অথৈ সাগরে।
খড়কুটার মত ভাসতে ভাসতে চলা জীবন,
যেন দেশান্তরে, দিগ্বিদিক উড়ে চলা পবন।
আরাকানের ভূতলে মানবতা আজ অবলুণ্ঠিত ,
বিশ্ব মোড়লেরা মুক-বধির, লজ্জায় অবগুণ্ঠিত।
ব্যতিক্রম শুধু একা, এক দেশ, বাংলাদেশ,
মানবিকতার আধার, প্রতিশ্রুতিশীল স্বদেশ।
নিজেদের শত সমস্যা পাশে ঠেলে রেখে,
আশ্রয়ের সকল দুয়ার দিয়েছে খোলে।
তাই দেখে এবার যেন বিলীন হয় দানবতার,
জয় হোক মানুষের, জয় হোক মানবতার।।