দূঃখে ভরা জীবন যাদের
কৃষি কাজই পেশা তাদের।
অন্যের জমি বর্গা নিয়ে
চাষ করে জীবন ধারণ।
দিন কাটে অর্ধাহারে,
কোন দিন অনাহারে।
ভুখা নাঙ্গা মানুষগুলোর
ঈদ আসে উদাম গায়ে।
ভাগ্য তাদের সহায় হলে
জোটে কারো ফিতরার কাপড়।
ফিরনী, পোলাও, মাংস যেন
স্বপ্নের অতীত ওদের যেন।
কোরবানী ঈদে কারো পাটে
জোটে যদি মাংসের টুকরো।
অসুখ হলে ওষুধ খাওয়া
সেটো তাদের স্বপ্ন বিলাস।
পানি পড়া আর তাবিজ ধারণ
যেন তাদের বেহেস্তী মেওয়া।
মনটি তাদের নরম অতি
কারো কথায় গলে দ্রুত।
মান অভিমান, বাদ প্রতিবাদ,
রাগ বিরাগে কান্নায় গতি।
এরই নাম প্রান্তিক চাষী,
আলবত প্রান্তিক চাষী।
১৩/১১/২০২১
##########