আমরা জানি, বাংলা কবিতার ছন্দ প্রধানতঃ তিন প্রকার, যথা- ১) স্বরবৃত্ত ছন্দ ২) মাত্রাবৃত্ত ছন্দ ৩) অক্ষরবৃত্ত ছন্দ। আলোচ্য ‘ধলাই নদী’ কবিতাটি স্বরবৃত্ত ছন্দে লিখা একটি কবিতা। এর ২য়, ১২তম, ২২তম ও ৩৪তম পংতি ছাড়া প্রতিটি পংতি ৪টি পর্বে এবং প্রতিটি পর্ব ৪ মাত্রায় সাজানো হয়েছে। আর ২য়, ১২তম, ২২তম ও ৩৪তম পংতি সাজানো হয়েছে ২টি পর্বে এবং এর প্রতিটি পর্বও ৪ মাত্রায় সাজানো হয়েছে। কবিতাটিতে কোন অতিপর্ব বা উপপর্ব নেই। নিম্নে কবিতাটির মাত্রা বিন্যাসসহ পর্বগুলো / চিহ্ন দ্বারা বিভক্ত করে দেখানো হয়েছে। আশা করি আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করে সহযোগিতা করবেন।
ধলাই নদী
- আব্দুস সামাদ
১. একে বেকে /জাগরণী /গান গেয়ে যায়, (৪+৪+৪)
২. আমার প্রাণের /ধলাই নদী। (৪+৪)
৩. টিলাময় /শক্ত পাহাড়ে, / সরোবরে, (৪+৪+৪)
৪. ঘন লোক/আলয়ে কিংবা /সমতল মাঠে, (৪+৪+৪)
৫. চলন্ত পথে /যাকে পায় /তাকে শুধু (৪+৪+৪)
৬. বলে যাই /জীবনেরই / মহা জয়গান। (৪+৪+৪)
৭. হোক না সে /শ্রমজীবি মানুষ /কৃষক, কুলি, (৪+৪+৪)
৮. বাগান শ্রমিক, /দিনমজুর কিংবা /কামার, কুমার। (৪+৪+৪)
৯. হোক সে মানুষ /আদিবাসী, /বনবাসী, (৪+৪+৪)
১০.উপজাতি /বা বৃহত্তর /জনগোষ্ঠী।(৪+৪+৪)
১১.একে বেকে /জাগরণী /গান গেয়ে যায়, (৪+৪+৪)
১২.আমার প্রাণের /ধলাই নদী। (৪+৪)
১৩.পাহাড় চূড়া /থেকে দ্রুত /নেমে এসে (৪+৪+৪)
১৪.সমতলে /বহতা ঐ/শ্রোত ধারা, (৪+৪+৪)
১৫.মানুষেরই /হিতে সদা /অকাতরে (৪+৪+৪)
১৬.বিলিয়ে দে’/য়ার এক কঠিন /প্রত্যয় নিয়ে, (৪+৪+৪)
১৭.দুই ধারে /ধেয়ে আসা / ছড়া কিংম্বা (৪+৪+৪)
১৮.জল ধারা, / মায়ের মমতায় /পরম আদরে (৪+৪+৪)
১৯.দুই হাতে /বুকে ধারণ /করে নিয়ে, (৪+৪+৪)
২০.কখনো ধীর/লয়ে, কখনো /দ্রুতালয়ে, (৪+৪+৪)
২১.একে বেকে /জাগরণী /গান গেয়ে যায়, (৪+৪+৪)
২২.আমার প্রাণের/ধলাই নদী। (৪+৪)
২৩.টিলাময় শক/ত পাহাড়ের / ঐ মৃত্তিকায় (৪+৪+৪)
২৪.কঠিন সংগ্রাম /করে নিচে /নেমে আসা (৪+৪+৪)
২৫.শ্রোত ধারা, /চলার পথে / যত পলি (৪+৪+৪)
২৬.মায়াবী প/রশে সিক্ত /আলিঙ্গনে (৪+৪+৪)
২৭.বুকে ভরে /সমতলে /নিয়ে এসে, (৪+৪+৪)
২৮.নদীর দুই পার /অকাতরে /প্লাবিত করে, (৪+৪+৪)
২৯.সব পলি বি/লিয়ে দিয়ে, / দুই পার ভেঙ্গে (৪+৪+৪)
৩০.প্রতিদানে /উর্বর মৃত্তিকায় /ভরে দিয়ে, (৪+৪+৪)
৩১.নদী পয়ন্তি /আর সিকস্তি /সৃষ্টি করে, (৪+৪+৪)
৩২.চলে সে যায় /দ্রুতালয়ে /ভাটির পথে। (৪+৪+৪)
৩৩.একে বেকে /জাগরণী /গান গেয়ে যায়, (৪+৪+৪)
৩৪.আমার প্রাণের /ধলাই নদী।(৪+৪)