যৌবন আর কৈশুরেই ছিল
সুন্দর এক আকাশ আমার।
সে সচ্ছ আকাশ হতে ঝড়তো,
আনন্দেরই ফোয়ারা নিত্য।
আনন্দ স্রোতে হতো যে স্নাত,
আমার দেহ আর মন সতত।
সকল অঙ্গ জোরে আমার
ছিল নির্মল এক উপলব্ধি,
ছিল জোয়ারের সুখ তান।
আর আজকে, কালের চক্রে
হারিয়ে গেছে সে আনন্দধারা।
দূঃখের চাঁদুয়া ঢেঁকে দিয়েছে
জীবনেরই যত ছিল সুখ গাঁথা।
ভাঁটার টানে শুকিয়ে গিয়েছে
ভরতি ছিল যা রস ভান্ড।
বৃদ্ধত্বে এসে হারিয়ে গিয়েছে,
জীবনেরই মহা যে ছন্দ।
জীবনের সে কষ্ট ঘোচাতে
একাকিত্ব যে বাসা বেঁধেছে,
আমার দেহ আর মননে।
ব্যথিতের কান্না বিগলিত ব্যাথা
শুনিবার মত আজি কেহ নাহিরে।
নিলাভো দূঃখে হয়েছে মলিন
আমারই সেই সুন্দর আকাশ।
কষ্টের ভারে ক্লান্ত সে আকাশ
যবে ঝড়াতে চেয়েছিল অশ্রু,
ঠিক তখনিই হঠাৎ করে,
শ্বেতকায় এক মেঘমালায়
নিয়ে গেল যে তারে সুদুরে,
নির্জনে সব অশ্রুকে ঝড়াতে।