(বাংলায় ভাষান্তরে মোঃ আব্দুস সামাদ)
আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, দয়াল অতি।
তিনিই আল্লাহ, যিনি ব্যাতিত কোন উপাস্য নাই,
তিনি জ্ঞাত দৃশ্য ও অদৃশ্য যত,
তিনিই পরম দয়ালু, অসিম দাতা।
তিনিই আল্লাহ, যিনি ব্যাতিত কোন উপাস্য নাই।
তিনিই মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা,
আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মহাত্মন।
তারা (মোসরেকরা)যাকে অংশীদার করে
আল্লাহ তা’ আলা পবিত্র তা থেকে ।
তিনিই আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবক ও রূপকার,
উত্তম নামসমূহতো তাঁরই।
নভোমন্ডলে ও ভূমন্ডলে আছে যত কিছু,
সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে।
তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময় অতি।