বাংলায় ভাষান্তরে আব্দুস সামাদ
আল্লাহু; কোন উপাস্য নাই, আল্লাহ ব্যতিত।
তিনি চিরঞ্জীব, ধারক যাবতীয় সব কিছুর।
তাকে স্পর্শ করতে পারে না তন্দ্রা কিংবা নিদ্রা।
সবই তাঁর, বিরাজিত যত আসমান ও জমিনে।
কে আছে এমন, যে সুপারিশ করিবে তাঁরে
(তার দয়ায়) না লভিলে অনুমতি তাঁর।
তিনি জ্ঞাত, যা কিছু রয়েছে মোদের,
দৃষ্টির সামনে কিংবা পিছনে।
তাঁর কুরসি, সেতো রয়েছেই পরিবেষ্টিত,
সমষ্ট আসমান ও জমিনকে।
আর সেগুলোকে ধারণ করা,
মোটেই কঠিন নই তাঁর পক্ষে।
তিনিই সর্বচ্চ এবং সর্ব মহান।