রক্তের ঢিলে বন্ধনে বাঁধা,
মেকী ইনশানিয়াতে গাঁথা,
পথ হারা মানুষের মাঝে
নব চেতনা জাগ্রত হোক।
মানুষ হয়ে মানুষ মেরে
রক্তের হুলি খেলে,
জীবন্ত মানুষের চামড়া ছিলে
মানবাধিকার কর্মী সাজে।
মন্দিরে কুরআন রেখে,
মসজিদে-মন্দিরে আগুন দিয়ে,
মানুষের হৃদয় মন্দিরে
যারা অশান্তির পরশ আঁকে।
ঘুমন্ত মানুষকে ঘুমে রেখে
অবচেতন মানুষের মাঝে
ধর্মের সুরসুরি দিয়ে
মানুষ্যত্বহীনতার চাষাবাদ করে।
হৃদয়ে আগুন দিয়ে
আগুনের লেলিহান শিখায়
সকল অর্জন বলি দিয়ে
শান্তির কবর খুঁড়ে।
অমানুষেরা মানুষ সেজে
রক্তের হুলি খেলে,
মানুষ হয়েও মানুষ মেরে
হৃদয় শুন্য করে।
বক ধার্মিক, লম্পদ,
হৃদয় ভাঙ্গার কারিগর,
ধিক তব কলুষিত হৃদয়,
ধিক তব মানুষ্য পরিচয়।
রক্তের ঢিলে বন্ধনে বাঁধা,
মেকী ইনশানিয়াতে গাঁথা,
পথ হারা মানুষের মাঝে
নব চেতনা জাগ্রত হোক।।