এ জনমে আমার পাওয়া
আমার শ্রেষ্ঠ নাতি,
আমায় দেখে হেসে উঠে
করে বাঁকা ঠোঁট।
নাতির মুখের বাঁকা হাসি
হাসায় নানার মুখ।
তাই না দেখে বাড়ির লোকে
করে হাসা হাসি।
শেষাবধি ;
সবার মুখেই ফুঁটে হাসি,
ফুঁটে সারা বেলা।
নানার সাথে নাতি হাসে
নাতির সাথে নানা।
এইভাবেতেই চলবে ভবে
চলবে সারা বেলা।