আমি দেখেছি মানুষের মৃত্যু,
মৃতের অতি কাছে থেকে।
কারো মৃত্যু স্বপ্নের মতো,
আবার কারো যেন প্লাবন।
সমুদ্র আর আকাশের মিলন যেরূপ,
জীবন আর মৃত্যুর বন্ধনও সেরূপ।
উত্তাল সমুদ্র যেন জীবনের তুল্য,
আর আকাশ যেন অবিকল মৃত্যু।
জীবনের যেরূপ আছে শুরু ও শেষ,
বিশাল সমুদ্রেরও আছে তদ্রুপ সীমা।
মানুষের মৃত্যর পর নেই কোন সীমানা,
তদ্রুপ আকাশেরও পরিধি সীমাহীন।
তাই মানুষের জীবন ও মৃত্যুর চক্র,
ঐ সমুদ্র আর আকাশের মতো।
জীবনের পরেই রয়েছে মৃত্যুর ক্রম,
ঠিক সেরূপ, সমুদ্রের পরেই আকাশ।।