এক সময় জীবনটা ছিল,
নদীর স্রোতের সাথে মিল।
কল কল, ছল ছল আওয়াজে,
সদা প্রবাহিত দরাজে।
জলে ভাঁসা খড়কুটো, ঘাস,
নদীর জলে থাকা মাছ।
নদে ভাঁসা বাঁশ আর কাঠ,
নদীর পাড়ের মাঠ।
ভেঁসে যাওয়া পলি বাধাহীন,
উজানে উঠে যাওয়া যত মীন।
আর এখন জীবনটা হলো,
ভাটার টানে নেমে পরা পানির মতো।
সাগরে ঘটা ঐ জোয়ার ভাটা,
ভাঙাগড়া জীবনে যত ঘটা।
বালুকা রাশিতে ফেলে যাওয়া জলকণা,
যেন ফেলে আসা জীবনের যত কান্না।