দিবসের শেষে যেমন সন্ধ্যা নামে,
জীবনের শেষে তেমনি মরণ আসে।
দিবস যেমন জানেনা সন্ধ্যার স্বরূপ,
জীবনও তেমনি জানেনা মরণের রূপ।
আলো আর আধারের স্বরূপ যেমন,
জীবন আর মরণের রূপও তেমন।
দিবসের তবু স্থিতির একটা সীমা আছে,
জীবনের নেই কোন নির্দিষ্ট সীমা পরিসীমা।
একটা সময় শেষে দিবসের হয় পুন: উত্থান,
ইহজগতে জীবনের নেই কোন পুনরুত্থান।
শেষ বিচারের দিনে, কাল হাশরের মাঠে,
মানুষের হবে আবার নিশ্চিত পুনরুত্থান।।