যোজন যোজন বছর ধরে, সময় সমুদ্রের পাড়ে,
শুধু তাঁরই অপেক্ষায় ছিলাম, এ অভাগা অধম।
শেষাবধি সে, বন হরিণীর মত ধরা দিলো আমায় ,
আমিও আবিষ্ট হলাম তারই স্নেহ, মায়া, মমতায়।
ভুলে গেলাম আমার তৃপ্তিহীনতা, একাকীত্ব, অপূর্ণতা,
প্রাপ্তির অতিশয্যে মোহাচ্ছন্ন, অধিকারী, মহান্ত আমি।
কিন্তু আমি জানতাম না সেটা ছিল উষ্ণগৃহ, গ্রীনহাউস,
হঠাৎ আসা এক ঝড়ো বাতাসে সব লন্ডভন্ড, খানখান।
আমার সকল স্বপ্নসাধ, নিরাপত্তা, ভাবনাহীন, নির্ভরতা,
ভাঙ্গা উষ্ণগৃহের সবুজাভ ফসলের মত নেতিয়ে গেল।
আমিও ডুবে গেলাম ঘুটঘুটে অন্ধকারে, কৃষ্ণগহ্বরে
প্রথম জীবনের মতো আবার বিরহিত, বিযুক্ত আমি।
প্রাথমিক জীবনের প্রতিক্ষা ছিল কারো অপেক্ষায়,
স্নেহ, মায়া, মমতায় আবিষ্ট হওয়ার প্রানান্ত প্রচেষ্টা।
আর আজ জীবনের অন্তিম শয়ানে অপেক্ষায় থাকি,
বিগত জীবনের পাওয়া না পাওয়ার মহা নিরীক্ষায়।
সামনে অপেক্ষা অনন্তলোকের রসদহীন দীর্ঘ পথ,
নিরাপদ যেন হয় অধমের অন্তহীন এ অনন্তযাত্রা ।।