সমৃদ্ধ এক জনপদ, মানুষেরই চরাচর,
বাজার, দীঘি, গ্রাম, ফসলের মাঠ,
বাঁশবন, কেয়া বন, জার্মানির ফেনা,
মোটা মোটা ফুল তার, বুক ভরা গাইনা।
দুই পাড় উঁচু তার, মনে তার গর্ব,
পাড়ে তাঁর অংকিত নির্ভয় মৎস্য,
নেই যত্ন, নেই পরিষেবা, নেই কোন বর্ম,
তবু তা রক্ষিত, মাছ বা মৎস্যের।
নিষিদ্ধ মানুষের, শিকারই যাদের কর্ম,
শিকারী করে যদি আলবৎ তা লংঘন,
তাতেও নেই কোন বিঘ্ন, নেই লাজ লজ্জা।
মল আর ময়লা যেন একাকার তার অংগে,
ইউরিন সেতো স্বজ্জন, জলবৎ তরলং,
মানুষেরই দেহ থেকে সদা সে নির্গত।
যদি করা হতো যত্ন, রূপ তার বাড়তো,
মন ও মানুষের কাজে তা লাগতো,
পরিবেশ দুষণ তাতে নিশ্চিৎ কমতো,
সাস্থ্য সেবাই ফল তার হতো যুক্ত।।