উজান আর ভাটিতে সারা দিন রাত বর্ষণ,
বাদলার বর্ষিত পানিতে খাল, বিল ভরপুর।
উজানের জলধারা দ্রুত ভেসে আসে নদীতে,
খাল বিল, নদ নদী মিলে মিশে একাকার।
নিমেষেই ব্যাপ্তি ফসলের মাঠ আর ভূমিতল,
বাড়ি ঘর, পথ ঘাটে যেন প্লাবনের হুংকার।
গুড় গুড় আওয়াজে ছুটে এসে ঢুকে পরে আবাসে,
জান মাল সব উঠে পরে খাটে আর উঁচুতে।
শেষাবধি সব ছেড়ে, উঠে যায় ঘরের চালাতে,
সবকিছু নড়বড়ে প্লাবনের পানি আর বাতাসে।
অবশেষে প্লাবনের পানিটুকু চলে যাবে সাগরে,
নতুন ফসল ফলাতে, কৃষকেরা চলে যাবে ভূতলে।