জোস্নালোকিত গভীর রাত,
আকাশের বুকে জ্বলজ্বলে চাঁদ।
চারিদিকে নেয় কোন কোলাহল,
নিরব নিস্তব্ধ পাশের ঐ গলি পথ।
শুধু মিটিমিটি জোনাকি জ্বল জ্বল,
আকাশের বুকে যেন তারার মিটমিট।
চারিদিকে মানুষগুলো সব ঘুমে মগ্ন
জেগে আছে শুধু প্রাণী নিশাচর।
দাওয়ায় দাঁড়িয়ে আমি এক মানব সন্তান,
মনে হয় এ জনপদের এক নব উন্মাদ।
ঠাঁই দাঁড়িয়ে আমি শুধু ভাবি আর ভাবি
মনের মাধুরি মিশিয়ে, তন্ময় হয়ে।
অতীতের এলবাম খোলে শুধু ভাবি,
শৈশব, কৈশোর আর যৌবন নিয়ে।
সামনে রয়েছে বার্ধক্যের পরিসীমা,
যা অনিশ্চিত, অনিশ্চয়তায় ভরা।
একদিন নিশ্চিত পাড় হবো এ সীমা,
পাড় হয়ে পৌছে যাব অনন্তলোকে।
নিশ্চিত সেখায় থাকবে না কোন ভাবনা,
সেখানে থাকবে শুধু ফল, কর্মফল।