আল্লাহ, আল্লাহ, তুমি কত যে  মহান,
সৃজিলে আমায় তুমি যতনে রতনে,
রাখিলে মায়ের গর্ভে নিরাপদ চাদরে,
দশ মাস দশ দিন অপূর্ব কুশলে।

আল্লাহ, আল্লাহ, তুমি কত যে  মহান,
বারন্ত শরীরে রুহ দিয়ে, জ্ঞান দিয়ে,
মন আর মননে গড়লেন কত যতনে ,
আশরাফুল মাখলুকাত, মানব রূপে।

আল্লাহ, আল্লাহ, তুমি কত যে  মহান,
পাঠালেন ভবে, আমায় অবুঝ করে,
গড়লেন ধীরে ধীরে কত সবুঝ করে,
শৈশব থেকে বাল্য, তাও ক্রমে ক্রমে।

আল্লাহ, আল্লাহ, তুমি কত যে  মহান,
বাল্য থেকে ক্রমে কৈশোর হলাম,
কৈশোর থেকে ক্রমে পরিনত হলাম,
ভাল লাগা, ভাল বাসার চৈতন্য হলাম।

আল্লাহ, আল্লাহ, তুমি কত যে  মহান,
যৌবনে পা রেখেই চেনালে খোদা,
খোদার অস্তিত্বে, নেই  অস্থাহীনতা,
আল্লাহ থেকে আর হবনা, হবনা জুদা।

আল্লাহ, আল্লাহ, তুমি কত যে  মহান,
আনন্দ, আবেগ আর সফলতা দিয়ে,
স্বপ্ন, সৃষ্টি, মায়া ও কর্মকুশলতায় ভরে,
বিফলতা হীনতার, সার্থক জীবন গড়ে।

আল্লাহ, আল্লাহ, তুমি কত যে  মহান,
আল্লাহ, আল্লাহ, তুমি যে কত মহান,
আল্লাহ, আল্লাহ, তুমি যে কত মহান।।

মো. আব্দুস সামাদ
৩১-১০-২০২১