নিন্দুকেরা নিন্দা করবে
এটাই তাদের গর্ব।
সামনে এলেই স্তব্ধতা
এটাই তাদের ধর্ম।
ঢাকতে জ্ঞানের সল্পতা
পরবেন নিন্দার বর্ম।
কাজ কর্ম ফেলে রেখে
এটাই তাদের কর্ম।

নিন্দুকেরা নিন্দা করুক
চলবে মোদের কর্ম।
নিন্দা করা থামিয়ে দিলে
করবে কি ঐ তস্কর।
মন্দ স্বভাব দমিয়ে দিলে
চলবে কিরূপ ঐ লস্কর।
সংগ দোষে লোহা ভাসে
জানে নাতো ঐ খসকর।

নিন্দুকেইতো বন্ধু আমার,
সকল ছিদ্র বের করে দেন
নিখুঁত করেন মোর কর্ম।
পরনিন্দায় স্বভাব মন্দ,
তাদের বিবেক হয় অন্ধ।
তাকে রুখতে গেলে
মোদের সময় নষ্ট,
সেতো আস্ত একটা ভ্রষ্ট।।

০৮/১২/২০২১
##########