মাঘ বনে শীত এলো
ভয়ে ভয়ে পৌষ গেল,
ঘরে ঘরে একি হলো
কম্বল, লেপে ছেয়ে গেল।
পৌষের পরে মাঘ এল
শীত যেন সাবালক হলো,
ছেলে মেয়ে সব চাঁদের বুড়ো
বুড়ো বুড়ি সব গুঁজো বুড়ি।
ফাগুন তুমি কোথায় গেলি
নিয়ে এসো সেই বসন্তের ঝুলি,
সেই ঝুলিতে ভরতে হবে
মাঘের এই কুঁজো বুড়ি।।