ও খোকা, খোকারে
এখনো তুই বোকারে,
বেলা গেল গড়িয়ে
পড়বি কখন বলরে,
লেখা পড়া না করলে
বড় হবি কেমনে।
পাশের বাড়ির মিথুনে
জাগলো কখন দেখে আয়,
আন্ধার কালে উঠিয়া
পড়ছে এখনো ঠাসিয়া।
বেলা গেল গড়িয়ে
পড়া তার থামছে না।
ও খোকা জাগরে
তুই যদি পড়তিরে
মায়ে রানতাম খিচুড়ি।
গোয়ালে গিয়া দোহাতাম,
গরুর দুধ আনতাম,
কত কিছু বানাতাম।
ও খোকা, খোকারে
উঠতে তোমাই হবেরে,
লেখা পড়া করবিরে,
জ্ঞানের নদে ডুব্বিরে,
মানুষের মত মানুষ হয়ে
জজ বারিষ্টার হবিরে।।
১২/১২/২০২১
#########