বৈশাখ এলো মোদের মাঝে নতুন করে,
তাইতো ঈশান কোনে মেঘ জমেছে,
গুড়ি গুড়ি বৃষ্টি এলো, সাথে প্রবল বায়,
বায়ুর বেগে উড়লো সবই ঝন ঝনাৎ, ঝন
ঝন।
আমের বনে নতুন গড়া আমের গোটা,
ঝড়ের বেগে টপ টপা টপ, টপ।

বৈশাখ এলো মোদের মাঝে নতুন করে,
তাইতো ফুটলো আশার আলো,
নতুন দিনে নতুন জীবন গড়ার।
কোলের শিশু কাঁথার তাঁপে, মায়ের পরশ,
কোলে নিয়ে বুকের সাথে জরিয়ে ধরে,
আগলে রাখে পরম সুখে।

বৈশাখ এলো মোদের মাঝে নতুন করে,
অসময়ে ধরণী তলে সাঁঝের খেলা,
সকল কিছু ছেয়ে যাওয়া অন্ধকারে,
তাইতো কালবৈশাখী তান্দব এলো।
খুশির মাঝেও বুকটা কাঁপে দুরুদুরু,
পাখিগুলো ছেড়ে দিয়ে সখের বাসা,
ভূমি তলে টপ টপা টপ, টপ টপ।।



১৪ এপ্রিল ২০১৮ তারিখে সাহিত্য বিষয়ক প্রকাশনা "চর্চা" তে প্রথম প্রকাশিত।।