রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে,
দক্ষিনা বাতাসে শিরশির নড়ে,
টাপুরটুপুর, কত বাদলা ঝরে,
সেই বাদলায় খাল বিল ভরে।
ভরা খাল বিলে পানি উপচাই,
উপচানো পানিতে সৃষ্ট বন্যায়,
ভাঙ্গে বাঁধ, ভাঙ্গে ঘর-বাড়ি,
ভরা কোটালেরে ডাকে বান।
এক সময় থামে বিগ্রহ আকাশে,
কমে যায় চাঁদ ও সূর্যের আকর্ষণ,
অবশেষে থেমে যায় ভরা কোটাল,
কমে যায় বানের উত্তাল পানি।
তবে থেকে যায় এক রাশ ক্ষত,
ফসলাদি, রাস্তা ঘাট, বাড়ি ঘর,
ব্যবসা বানিজ্য, আরো অনেক,
ভেঙ্গে যায় মানুষের মনোবল।।