একটি সোসাইটির সুর, জটিল জীবনসঙ্গীত,
নানান রঙের ছাপ, নানা মানুষের যুক্তি।
বিলাসের উল্লাসে, ক্লান্তির কাহিনি,
যন্ত্রণা ও আনন্দ, মিলিয়ে একের ভিন্ন রীতি।
মঞ্চে প্রতিটি চরিত্র, মুখোশে ঢাকা মুখ,
স্বপ্নের সিংহাসন, পদচিহ্নের সুনিপুণ গুণ।
অলঙ্কার বাহারি, অথচ হৃদয়ের খাঁচা,
আসন ফেলে বসা, চিন্তার অন্তরালে।
সামাজিক সম্পর্কের, অলঙ্ঘনীয় সেতু,
প্রতিটি বন্ধন, কখনো টেকসই, কখনো চিরবিচ্ছেদ।
সাম্যের বাণী, যতই উচ্চারিত হোক,
প্রকৃতির ঐক্য, সবার মাঝে অদৃশ্য রূপে মিশে থাকে।
ধনী-দরিদ্রের মাঝে, হাসি-কান্নার খেলাধুলা,
সোশ্যাল মঞ্চে ভেসে আসে, সংস্কৃতির ভাষা।
বিধি ও সীমারেখার বেড়ায় বন্দি সকলেই,
সমাজের মাঝে সুরেলা এক মানবিক সঙ্গীত বাজে।