শহরের পথে রঙিন আলো,  
রাতের শহরে নক্ষত্রের ছায়া।  
বিভিন্ন মুখ, চলার পথে,  
অচেনা প্রান্তরে এক ভিন্ন সুর।

সরাসরি গাছের ছায়া নেই,  
বাতাসে মিশেছে সিগারেটের ধোঁয়া।  
মেট্রোরেল, গাড়ির হর্ণ,  
শহরের শ্বাসে মিশে গেছে মানুষের গাথা।

উদ্যমী জীবন, চাহিদার শহর,  
সবুজ বাগান নয়, কংক্রিটের কোলাহল।  
তবুও আশা, আলোর শিখা,  
জীবনের প্রতিটি কোণে খোঁজে রঙিন আশা।