তোমার মাটির গন্ধে ভরা,
মোদের হৃদয়ে তবু তোমার ছবি।
পাহাড়-পর্বতের প্রাচীর সবার,
নদীর বয়ে চলা সুরে মধুর প্রেম।
আমার শৈশবের সুখের দিনের,
যেখানে খেলেছি শাপলা ফুলের ডালে।
তোমার পথে হাঁটতে হাঁটতে,
প্রকৃতির প্রেমে পা রেখেছি, ভালবাসায় বেড়িয়েছি।
নক্ষত্রের আকাশে তোমার তিলবিল ঝলক,
আমার স্বপ্নের জানালা খুলে রেখেছ।
ভাগ্য গড়ার পথে তোমার আলোর আঁচ,
আমার হৃদয়ে এক চিরন্তন দ্যুতি।
মাতৃভূমি, তুমি আমার প্রাণের সঙ্গী,
তোমার চিরন্তন ভালোবাসায় আমি স্নিগ্ধ।
তোমার প্রতি অনন্ত শ্রদ্ধা আমার,
একথা না বললেও তুমি জানো, জানো তুমি।