আমি বরং চলে যাই তুমি ভালো থেকো
জীবন কবিতার ধূসর পান্ডুলিপিটা তুলে রেখো
সময় দেয়ালে ঝুলে থাকা আমিগুলো
সাজিয়ে রেখো
আমি বরং হিসেবের মোহনায় হারিয়ে যাই তুমি সুখে থেকো
গুছিয়ে রেখো জীবনের অগ্রন্থিত কবিতাগুলো
ভূতুড়ে ছাদে জোছনা দেখার রাতগুলো গল্পে লেখো..
তুমি ভালো থেকো, ভুলে থেকো সব কিছু অবহেলায়
আমি না হয় একদিন চেয়ে নিব জীবনগুলো সময়ের খেলায়।
#কালপুরুষ