আজকাল তোমাকে আর ভাবি না
তোমাকে ভাবলেই, ঘুম আসে চোখে
তোমাকে ভাবলেই, তেঁতো হয়ে উঠে জল
কেঁদে কেঁদে ঘুম,ঘুমে ঘুমে কাটাই বেলা
ঘুমের ঘোরে চোখের তারায়, স্বপ্নের দল
চলে যাবার তাড়ায়, বাড়ায় শুধু অবহেলা
আজকাল তোমাকে আর ভাবি না
তোমাকে ভাবলেই, আকাশ ভেবে ফেলি
তোমাকে ভাবলেই, ভেবে ফেলি দিনের শেষে, ভবের দেশে, আকাশের নীলাচল
প্রান্তরের আকাশে,নীলের শেষে,তোমার বেশে,ক্লান্ত হেসে,মেঘেদের ভীষণ চলাচল
-তাই আজকাল আকাশকেও আর ভাবি না
আকাশ ভাবলেই, তোমাকে ভেবে ফেলি!