এই যে কমলি লতার জীবন, জীবনের সুখ,
আগুন সবুজ ঘাস, তাদের হলুদ মরণ
পল্লীর পথে পথে বিলাসী দুঃখের অসুখ,
এইসব দারুন সুখ ছেড়ে,
অচিন শহরের পথে পথে সুখের নামে দুঃখের ফেরি করি,
হেরে যেতে যেতে আবার বেঁচে ওঠার পণ করি
তোমায় সুখে রাখার কথা দিয়েছিলাম বলে
শুধু তোমাকে সুখে রাখার কথা দিয়েছিলাম বলেই
না খাওয়া মুখের হাসি দিয়ে বুকের দারুণ মেঘ লুকাই
এই যে রাত জেগে প্রসব বেদনা
দিনশেষে কবিতার আরাধনা
পুরোনো চিঠির ভাঁজ খুলে পরিচিত ক্ষত গুনা
এই সব রঙিন জীবন ছেড়ে
এসেছি একলা একা অচেনা মানুষের ভিড়ে
দিন রাত পিষ্ট হই তুলে রাখা স্মৃতির যাঁতাকলে
শুধু তোমাকে সুখী হবার কথা দিয়েছিলাম বলে