আমি একদিন শোক সংবাদ হবো
সশব্দ বাতাসের নিঃশব্দ শরীর ছিঁড়ে
কোন মোহীনীর হৃদয় ছেঁড়া দুঃখের কারণ হবো
পত্রিকার পাতা জুড়ে হবো ব্যথার পংক্তি
জীবনের সিঁড়ি বেয়ে বেয়ে একদিন মরণাকাশ ছুঁবো

কোন দুঃখীনি মায়ের বুক খালি করে
সভ্যতার নিষ্ঠুর ভঙ্গিমায়  আমি লুকাবো
আহা আমি তুমুল হারাবো
ঠিক মনে রেখো, কোন ভাঙ্গা মাইকের করুন আর্তনাদে একদিন শোক সংবাদ হবো

জীবনের পাতা খেয়ে বেড়ে ওঠা মৃত্যুর ভোজন হবো
কেউ কাঁদবে, কেউ মুখ টিপে হাসবে, কেউ হয়তো আবার আবেগের সূত্র মেনে বলবে আমিও এমন হবো
তবুও চেনা মানুষের পৃথিবীতে একদিন অচেনা আকাশ হবো।
মৃত্যুর অভিযাত্রী আমি,জীবনের যাত্রা বিরতি করে, পৃথিবীর ভাষায় আমি একদিন শোক সংবাদ হবো