তুমি হয়তো ভুলেগছ আমারে
রোজ বিকেলে এই বিলপাড়ে
শৈশবের দুষ্টসব অভিলাষ
রোদেল অঘ্রানের ধান ভানা
অবুঝ হৃদয়ের নিশ্চুপ আনাগোনা
ভুলেগেছ হৃদয়ে হৃদয়ের বসবাস
কিন্তু রুপমালা, আমি ভুলিনি তোমায়
এই দীঘির জলে- এই নদীর কিনারায়
আহ্লাদী তোমার অদ্ভুদ সব পাগলামি
ব্যহত হৃদয়ের তুলিতে আজো উঠে সাজি
তুমি আজো আছো সেই পুরোনো স্বভাবে
চোখের জলের বিম্বে, সময়ের অভাবে
অনন্তনক্ষত্রের মত চিরকাল রবে তুমি
এইখানে, এই আহত হৃদয়ের মাঝামাঝি