কি জানি কার ইশারায় সাম্পান ছেড়ে দেই,পাল তুলে দেই, তুমি আসবে জেনেও
ছেড়ে যাই আকাশ, নদী, প্রান্তরের ঘাস,
ফাগুনের মাতাল বাতাস,এবং তোমাকেও
যেমন ছেড়ে এসেছি, শৈশব অসুখের দিন,
ক্লাস মেরে ঘোরাঘুরি, তুমুল উড়াউড়ি,
ঘুমে ঘুমে কাটানো ভিজে মেঘের দিন,
বাদল দিনে কদমের কোমল ছোড়াছুড়ি,
এমনি উড়ে উড়ে গুঁড়ে যায় অতীত খাতা
পথে পথে ছাপা হয় জীবনের নতুন পাতা
সেও একদিন বুঝে নেয় ছাপানোর মর্ম
নীরবে জেনে যায়, এটাই পথিকের ধর্ম