কবিতা কী জানো?
কিছু শব্দের মহরা দিয়ে পুষে রাখা আবেগ!
আশ্রমের বিলবোর্ড, বিজ্ঞাপনের পাতা, গাড়ির বহরের প্রান্তিকতা, আকাশের সীমানা জুড়ে ছাড়িয়ে থাকা অনুভূতির আয়োজন!
কবিতা তো
জীবনের প্রান্ত ঘুরে ফিরে আসা ক্লান্ত মানুষ, ফুটপাতের শিশু, খিদের বোবা আর্তনাদে জেগে ওঠা টোকাই, মধ্যবৃত্তের কালো কিশোরীর চেহারায় ঝুলে থাকা বেদনাদের শব্দে আঁকা।
কবিদের মতো কবিতারও রঙিন দুঃখের জীবন হয়
কবিতারও প্রেম হয়, আড়ি হয় অনুভূতির সূত্র মেনে
কবিতা চিনো ?
কবিতা তো খেয়ালি মানুষের হেয়ালি শব্দ খেয়ে বেচে থাকে!
আবেগের কাঁধ চেপে বসে থাকে এলেবেলে জীবনের বাঁকে
কবিতা তো, না বলে চলে আসা এক চিন্তার শরীর
আমি বা আমরা নই কেবল
প্রকৃতিও অচিন সব কবিতা দিয়ে সাজিয়েছে পৃথিবীর পান্ডুলিপি
জীবন কবিতা, মরণ কবিতা , মানুষ কবিতা,