অনেক দিন কথা বলে না,
এই দেয়ালে লেপ্টে থাকা কলিং বেল,
অনাহুত আগন্তুকের পা পড়ে না
এই ধুলো জমা ঘরের চৌকাঠে,
চেয়ার, টেবিল, শেওলাটে বদ্ধ জানালা,
গুছানো বালিশ, টানটান সবুজ চাদর,
সব আগের মতই, শুধু কেউ আসে না,


জানালার ওপাশে কেউ খটখট করে বলেনা
এই,খুলে দাও না তোমায় দেখি !
আজকাল রোজ রাতে হৃদয় খুলে দেই  
অথচ খোলা ভেবেই উঁকি দেয় না কেউ,
অচেনা কন্ঠে কেউ বলেনা, আসতে পারি