অরুলতা, অপেক্ষায় থেকো
তোমার লালাভ কপোলে পুস্পরেণু মেখো
আবার দেখা হবে;
হয়তো এই বোশেখের সুস্থ বিকেলেই!
কিশোরীর খোঁপায় গুঁজে দেওয়া কাশফুলের শুভ্রতা নিয়ে।
আবার আসবো সুস্থ আমি
স্বচ্ছ পৃথিবীর কোন ব্যস্ত নগরীর পথে
জীবনের মত দীর্ঘ এক কবিতা নিয়ে।
এই করিডোরে ভাঙা টবের কাছে অভিমানে বসে থেকো
হয়তো সময়ের কফিন থেকে একদিন ওঠে দাঁড়িয়ে বলবো
আচ্ছা তোমার জ্বরটা কি একটু কমেছে?